রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ২৫২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির জানায়, রবিবার (১৩ এপ্রিল) ও সোমবার (১৪ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করে। এছাড়াও অভিযানকালে ৩১৯টি গাড়ি ডাম্পিং ও ৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির জানায়, রবিবার (১৩ এপ্রিল) ও সোমবার (১৪ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করে। এছাড়াও অভিযানকালে ৩১৯টি গাড়ি ডাম্পিং ও ৯৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।