রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. রুহুল আমিন তাসিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু মো. ফারুক (২৪) ও আসিক (২৪)।
সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া একটার দিকে শেখ রাসেল স্কুলের পাশে হাজারীবাগ বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত তিনজনই নিউমার্কেট এলাকায় একটি দোকানে চাকরি করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন। তিনি জানান, তিন বন্ধু এক মোটরসাইকেলে করে হাজারীবাগে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার সঙ্গে থাকা দুই বন্ধু।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরা চর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার মাতবর বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।