X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনায় কর্মীর মৃত্যুতে জিপিএইচ ইস্পাতের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১২:১২আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় দুই জন কর্মীর মৃত্যুতে রড তৈরির কারখানা জিপিএইচ ইস্পাত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রবিবার (১৩ এপ্রিল) কোম্পানির পক্ষ থেকে উপদেষ্টা ওসমান গনি চৌধুরী সই করা এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

তিনি বলেন, রবিবার সকাল ১০টা নাগাদ জিপিএইচ ইস্পাতের ইসিআর ভবনে দুর্ঘটনা ঘটেছে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভার বহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। হোয়েস্টটি শুধু মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও নূরুর সাফা নামে ঠিকাদারের অন্তর্ভুক্ত দুই জন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সঙ্গে উঠেন। এতে হোয়েস্টটির অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই আহত হন। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জিপিএইচের এম্বুলেন্সে আহতদের জিপিএইচ মেডিক্যাল টিমের সদস্যসহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় জিপিএইচর পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এর আগে, রবিবার সকালে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার জিপিএইচ ইস্পাত রড তৈরির কারখানায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) এবং মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো. রিফাত (২৬)। তারা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলকে অর্থ দেওয়া নিয়ে মুফতি আলাউদ্দিনের দাবি বানোয়াট: সিএ প্রেস উইং ফ্যাক্টস
ইসরায়েলকে অর্থ দেওয়া নিয়ে মুফতি আলাউদ্দিনের দাবি বানোয়াট: সিএ প্রেস উইং ফ্যাক্টস
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
‘আমাদের জন্য দেশ স্বাধীন হয়নি’
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
ডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
নির্বাচন পেছানোর চক্রান্ত দেখছে ১২ দলডিসেম্বরে নির্বাচন আদায়ে ‘সর্বদলীয় জনমত’ গঠনে বিএনপি
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ