X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আনন্দ শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন

জুবায়ের হোসাইন
১৪ এপ্রিল ২০২৫, ০৮:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৫:৪৫

পুরোনোকে বিদায় করে এসেছে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ’ বা ‘পহেলা বৈশাখ’। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই এ দিনটির অপেক্ষায় থাকে। বর্ণিল সাজ আর আয়োজনের উৎসবে মেতে ওঠে সবাই। বর্ষবরণের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। এবার তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরে আনন্দ শোভাযাত্রার শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিল্পীর রঙ-তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে নানা কারুকার্য।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে হবে এবারের আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা থেকে শোভাযাত্রা শুরু হবে। চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। 

আনন্দ শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এ বছর থাকবে সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ এবং সাতটি ছোট মোটিফ।

ককশিট দিয়ে পুণরায় স্বৈরাচারের মুখাকৃতি নির্মাণ

শনিবার ভোররাতে নির্মাণ শেষ হওয়া স্বৈরাচারের মুখাকৃতি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এক দুর্বৃত্ত। বাঁশ দিয়ে ১২ দিন ধরে তৈরি করা এই মোটিফ পুড়িয়ে দেওয়া হলে শিল্পীরা ককশিট দিয়ে স্বৈরাচারের মুখাকৃতি বানান। রবিবার চারুকলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বাঁশের পরিবর্তে ককশিট দিয়ে বানানো হচ্ছে স্বৈরাচাররের মুখাকৃতি মোটিফ।

আনন্দ শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন

চারুকলার সাবেক শিক্ষার্থী নাসির খান। তিনি ১৯৮৭-৮৮ সেশনে চারুকলায় পড়ালেখা করেছেন। আনন্দ শোভাযাত্রা নাম প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচার এরশাদের পতনের পর শোভাযাত্রার নাম হয়েছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তী সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রা নাম দেয়। আবার একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আরেক স্বৈরাচারের পতন হয়েছে। তাই এ বছর আমরা আনন্দ শোভাযাত্রা হিসেবেই পালন করবো।

এদিকে আগুনে আংশিক পুড়ে গিয়েছিল শান্তির পায়রা মোটিফও। সেটি সংস্কার কাজ শেষ হয়েছে। শোভাযাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত এই মোটিফটি। পাশাপাশি ইলিশ, পালকি, কাঠের বাঘ, পটচিত্রগুলোও প্রস্তুত শোভাযাত্রায় যাওয়ার জন্য।

আনন্দ শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন

সাবেক শিক্ষার্থী রোজি আফরোজ বলেন, পহেলা বৈশাখ আমাদের এক মিলনমেলার মতো। বর্ষবরণের পাশাপাশি আমরা সিনিয়র-জুনিয়র বন্ধুরা বছর শেষে একত্রিত হতে পারি। রঙ-তুলি নিয়ে কাজ করতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই আনন্দ অব্যাহত থাকুক।

নিরাপত্তা ব্যবস্থা

শোভাযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ থেকে প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চলাকালে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে রাজু ভাস্কর্যের পেছনের গেট, চারুকলা অনুষদ সম্মুখে ছবির হাটের গেট এবং বাংলা একাডেমির সম্মুখে রমনা কালী মন্দির সংলগ্ন গেট বন্ধ থাকবে।

ক্যাম্পাসে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। আজ ক্যাম্পাসে বিকাল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না। আজ ক্যাম্পাসে কোনও ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনও ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখে বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এবং অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প থাকবে। হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশে-পাশের এলাকা ও কার্জন হল এলাকায় ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট স্থাপন করা হবে। নববর্ষ উপলক্ষে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরকে/
সম্পর্কিত
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
‘পহেলা বৈশাখে আগের মতো ফুল বিক্রি হয় না’
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা, মে মাসে নির্বাচন কমিশন
সর্বশেষ খবর
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর সাড়ে ৪ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর সাড়ে ৪ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
কাঠগড়ায় ফারজানা রুপার মাথায় হাত বুলালেন সাবেক মন্ত্রী কামরুল
কাঠগড়ায় ফারজানা রুপার মাথায় হাত বুলালেন সাবেক মন্ত্রী কামরুল
স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের ২৮ বিঘা জমি জব্দ ও ৪ কোটি টাকা অবরুদ্ধ
স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের ২৮ বিঘা জমি জব্দ ও ৪ কোটি টাকা অবরুদ্ধ
উত্তরায়-আগারগাঁওয়ে ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির
উত্তরায়-আগারগাঁওয়ে ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সৈয়দ মো. জিয়াউল হকের
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব