X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

অবিলম্বে মেঘনা আলমের মুক্তি ও বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৫, ১৭:৫০আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৮:১৪

বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার মেঘনা আলমকে অনিলম্বে মুক্তি এবং এই আইন বাতিল করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শনিবার (১২ এপ্রিল) কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, ‎‎গত ৯ এপ্রিল বুধবার রাতে রাষ্ট্রীয় বাহিনী মেঘনা আলমের বাসায় ঢুকে দরজা ভেঙে জোরপূর্বক তাকে আটক করে। একদিন সম্পূর্ণ নিখোঁজ রাখার পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হয় এবং পুলিশ তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকের অনুরোধ জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী আদালত বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিন আটক রাখার আদেশ দেন। এই ঘটনাটি বর্তমান বাংলাদেশে আইনশৃঙ্খলা ও বিচারবিভাগের স্বৈরাচারী আচরণের প্রকাশ বলে আমরা মনে করি। গণতান্ত্রিক অধিকার কমিটি গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের পরও রাষ্ট্রের এরূপ ‘আইনী’ স্বৈরাচারী তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছে।

‎‎বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি, মেঘনা আলমকে যখন পুলিশ পরিচয়ে কতিপয় সশস্ত্র ব্যক্তি দরজা ভেঙে আটক করতে অভিযান চালাচ্ছিল, তখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও করেন। ভিডিওতে তিনি ভাটারা থানা ও ৯৯৯ হটলাইনে সহায়তা চেয়ে পাননি। তিনি নিজে থানায় যাওয়ার কথা বলেছেন, তাদের পরিচয় নিশ্চিত করা এবং আটকের কারণ জানতে কাগজ চেয়েছেন। কিছুই মানা হয়নি। তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর একদিন তাকে গুম করে রাখা হয়। এসময়ে ফেসবুকে তার লাইভ ভিডিও ডিলিট করা হয় এবং পুলিশ ও ডিবি তাকে আটকের কথা অস্বীকার করে। ফেসবুকে এর বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হলে ১০ এপ্রিল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আটক বিষয়টি স্বীকার করা হয়। এরপর অস্বচ্ছ বার্তা দিয়ে জনগণকে জানানো হয়, ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার হুমকিস্বরূপ ও মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টার কারণে’ বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

‎‎কমিটির পক্ষে বলা হয়, আমরা স্পষ্ট বলতে চাই, বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) একটি ফ্যাসিবাদী আইনের ধারা, যার বিরুদ্ধে বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা আগে বিভিন্নসময় প্রতিবাদ করেছেন। অথচ এই আইন ব্যবহার করেই সৌদি আরবের রাষ্ট্রদূতের অন্যায় আচরণ ও প্রতারণা চাপা দিতে একজন নারীর বাড়িতে হামলা করে তুলে নিয়ে তাকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। গত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে অনেক গুম ও স্বেচ্ছাচারী আটকের ভিত্তি তৈরি করে নাগরিকের মানবাধিকারকে নিষ্পেষিত করা হয়েছিল। জুলাইয়ে শিক্ষার্থী শ্রমিক জনতার বিপুল রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যখন জনগণের আকাঙ্ক্ষা হয়ে উঠেছে, তখন এরকম আইনের ব্যবহার পুনরায় ফ্যাসিবাদী তৎপরতার প্রকাশ ঘটিয়েছে।

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ মেঘনা আলমের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়িয়ে কূটনীতিক সম্পর্ক নষ্ট করার’ যে অভিযোগ দিয়েছে তা  বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য বলে মনে করে এই কমিটি। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র যদি একজন কূটনীতিকের ব্যক্তিগত বিদ্বেষের জের ধরে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নাগরিকের অধিকার হরণ করে, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় এবং কূটনৈতিক প্রশ্নে দ্ব্যর্থহীন নতজানুতা প্রকাশ পায়।

‎‎গণতান্ত্রিক অধিকার কমিটি অবিলম্বে মেঘনা আলমের মুক্তি এবং বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪) বিলোপের দাবি জানায়। পাশাপাশি যে রাষ্ট্রীয় বাহিনী বিদেশি রাষ্ট্রদূতের ব্যক্তিগত বাহিনী হিসেবে একজন নাগরিকের অধিকারকে হরণ করলো, তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। এই ঘটনার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের ভূমিকাও তদন্ত করতে হবে এবং তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সত্য প্রমাণিত হলে যথাযথ কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, প্যাডেল রিকশা ভাঙচুরের অভিযোগ
বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের গ্রেফতার: এইচআরএফবির নিন্দা
মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সর্বশেষ খবর
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট: যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম 
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো