X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীর পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৪:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫:০০

মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে যাত্রা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত এই ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর কাকরাইল মোড় হয়ে তাদের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা এই মিছিল নিয়েছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এই মিছিলে অংশ নিয়েছে বলে জানান তারা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত এই ছাত্রছাত্রীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ

সকাল থেকে ওই শিক্ষার্থীরা আফতাবনগরের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হন। পরে দুপুর ১টায় তারা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের ছোট ছোট পতাকার পাশাপাশি বড় পতাকাও দেখা যায়। তারা ফিলিস্তিন, ফিলিস্তিন বলে স্লোগান দেন। এ সময় কাকরাইল মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থী তানিন হাসান বলেন, ‘আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হই। সেখান থেকে দুপুর ১টার দিকে আমরা রওনা দেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।’

সোহরাওয়ার্দীর পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম আদি বলেন, ‘আজ মার্চ ফর গাজা অনেক বড় একটি কর্মসূচি। অনেকে বলছে, এটার কোনও প্রভাব পড়বে না। কিন্তু আসলে এটার প্রভাব পড়বে। যখন আন্তর্জাতিক মিডিয়ায় এটা প্রচার হবে তখন এটার প্রভাব পড়বে। আমরা আশা করি, তখন ইসরায়েল তাদের গণহত্যা বন্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন টিভিতে ফিলিস্তিনের ওপর হত্যাযজ্ঞ চালাতে দেখি, তাদের মৃতদেহ দেখি তখন আমাদের বুক কেঁপে ওঠে। আমরা এভাবে গাজাবাসীকে হারতে দেবো না। আল-কোরআনেও লেখা আছে কেয়ামত পর্যন্ত ফিলিস্তিন থাকবে।’

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। কর্মসূচি চলবে মাগরিবের নামাজের আগ পর্যন্ত।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ফিলিস্তিনে গণহত্যাকারীদের একটি পক্ষ পুঁজিবাদী: অধ্যাপক সিরাজুল ইসলাম
গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৩৭
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
সর্বশেষ খবর
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে বৃষ্টির আভাস
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত