ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, বিক্ষোভে পূর্ব লন্ডনের কয়েকটি মসজিদের প্রায় হাজারেরও বেশি মুসল্লি অংশ নেন। এদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে।
গাজায় গণহত্যার প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আলতাব আলী পার্ক এলাকা।