পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পিছিয়ে ৮ মে নির্ধারণ করেছে আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর ভারপ্রাপ্ত বিচারক শেখ তারিখ এজাজ এ দিন ধার্য করেন। এদিন জামিন শুনানি ও মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন নিয়মিত বিচারক ইব্রাহীম মিয়া অসুস্থ থাকায় কোনও শুনানি বা সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। তিনি বলেন, "আজ বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সাক্ষী ও ২৬৩ জন বিডিআর সদস্যের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ববর্তী তারিখের মতো আজও বিচারক অসুস্থ থাকায় শুনানি পেছানো হয়েছে।''
এরআগে, গত ১৯ জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত ১৭৮ বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।