X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

দূষণবিরোধী অভিযানে ৬৩৯ ইটভাটা বন্ধ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ এপ্রিল ২০২৫, ০০:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:৫৫

সারা দেশে পরিবেশ দূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত ২ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৭৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৩৪টি অবৈধ ইটভাটা বন্ধ করেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদফতর।

এতে জানানো হয়, অভিযানকালে ১ হাজার ৬২৬টি মামলা এবং ২৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে অবৈধ ইটভাটার মধ্যে অনেকগুলোর চিমনি ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। ২০৫টি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১২৪টি ভাটার কাঁচা ইট ধ্বংস এবং একটি ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৬টি প্রতিষ্ঠান থেকে সাত ট্রাক সীসা ও ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানাগুলো বন্ধ করা হয়।

এছাড়াও গত ৩ নভেম্বর থেকে ৮ এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে ৩৬৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদফতর। এতে ৬৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ৫৫ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় ও ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ১২টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়।

অপরদিকে, মঙ্গলবার (৮ এপ্রিল) বরগুনা, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর ও লক্ষ্মীপুরে ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অধিদফতরটি। এই অভিযানে ১৪টি মামলায় ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়। ১টি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিন সুপ্রিম কোর্ট এলাকায় মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে ৬টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়। শান্তিনগর ও শরীয়তপুরে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ১টি মামলায় ১ হাজার  টাকা জরিমানা আদায় ও ২২ কেজি পলিথিন জব্দ করা হয়। 

অন্যদিকে, আজ (মঙ্গলবার) পুরানা পল্টনে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ধানমন্ডিতে শব্দ দূষণের বিরুদ্ধে ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর পরিবেশ সংরক্ষণে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
ছয় বছরের শিশু ধর্ষণ: যুবকের ১০ বছরের কারাদণ্ড
দূষণ রোধে ঢাকার মাতুয়াইল-আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান
ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
জিম্মি মুক্তি দিলেই গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে: যুক্তরাষ্ট্র
আদালতের রায়ে বন্ধ ‘মিনি চিড়িয়াখানা’, প্রাণীগুলো যাচ্ছে সাফা‌রি পার্কে
আদালতের রায়ে বন্ধ ‘মিনি চিড়িয়াখানা’, প্রাণীগুলো যাচ্ছে সাফা‌রি পার্কে
গাছ বিক্রি নিয়ে কথা-কাটাকাটি: মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
গাছ বিক্রি নিয়ে কথা-কাটাকাটি: মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
আইপিএলে ব্যাট মেপে দেখতে আম্পায়ারদের কড়াকড়ি 
আইপিএলে ব্যাট মেপে দেখতে আম্পায়ারদের কড়াকড়ি 
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা