X
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

সুযোগ পেলেই লুটপাট, কী করছে প্রশাসন

আরমান ভূঁইয়া
০৯ এপ্রিল ২০২৫, ০০:০১আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০০:০১

২০২৪ সালের ৫ আগস্ট থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটে চলেছে লুটপাটের ঘটনা। কখনও বিক্ষোভের সুযোগে, কখনও ধর্মীয় বা রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে একশ্রেণির মানুষ ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এমনকি চলন্ত যানবাহনেও হামলা ও লুটপাট চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারাবাহিক সহিংসতায় প্রশাসনের কার্যকারিতা ও প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

সর্বশেষ গত সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটা, এমনকি দেশীয় দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ একদল দুর্বৃত্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজার, খুলনাসহ দেশের অন্তত ১২টি শহরে এ ঘটনা ঘটেছে।

ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের হাতে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুত।’ এমন বার্তার পর সিলেট ও চট্টগ্রামে ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা জানায়, হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে, আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে— ঘটনার সময় অনেক স্থানে তারা নিষ্ক্রিয় ছিল। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও লুটপাটকারীদের ঠেকাতে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেয়নি। 

এ বিষয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. নুরুল হুদা বলেন, ‘যেকোনও ধরনের জনআন্দোলনের মধ্যে চাঁদাবাজ, দুষ্কৃতকারী ও রাজনৈতিকভাবে প্রভাবিত চক্র ঢুকে পড়ে অরাজকতা তৈরি করে। প্রশাসনের উচিত ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই এসব স্থান বিশেষ নজরদারিতে রাখা। পুলিশকে আরও সক্রিয় এবং জবাবদিহির মধ্যে রাখতে হবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকানো যায়।’

অপরাধ বিশ্লেষক অধ্যাপক ডা. মো. ওমর ফারুক বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্যই হুমকি নয় বরং বৈদেশিক বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। কোনও আন্দোলনের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো এবং তা রোধে প্রশাসনের ব্যর্থতা আমাদের উদ্বেগের বিষয়।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য বিশেষায়িত বাহিনী মোতায়েন থাকলেও কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা ও রাজনৈতিক প্রভাব পরিস্থিতি জটিল করে তুলছে। একইসঙ্গে পাবলিকের জন্যই পুলিশ, সেই বিষয়টি মাথায় রেখে পুলিশের উচিত সাধারণ মানুষের পাসপেক্টিভ বুঝে, তাদের সঙ্গে কিছু বিষয়ে একাত্ম পোষণ করে কাজ করা। আইনশৃঙ্খলা বাহিনী এখনই কঠোর আইনি ও সামাজিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

আন্তর্জাতিক প্রভাবের শঙ্কা

যেদিন এসব ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, সেদিনই ঢাকায় চলছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন—‘ইনভেস্টমেন্ট সামিট’। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের মনে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে। 

ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোমবার বাটা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের একাধিক আউটলেটে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এটি শুধু আমাদের ব্যবসার জন্য নয়, দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর। আমরা দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছি।’

আগেও হয়েছে লুটপাট

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে সারা দেশে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। তারই ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই ঘটেছে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা। কখনও আন্দোলনের দোহাই দিয়ে বিভিন্ন আন্দোলন, ধর্মঘট বা বিক্ষোভের মধ্যে রাজধানী ও বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলনের সুযোগ নিয়ে একটি চক্র সংঘবদ্ধভাবে লুটপাটে মেতে উঠছে। এর পেছনে রাজনৈতিক ছত্রচ্ছায়া কিংবা প্রশাসনের দুর্বলতা কাজ করছে কিনা তা এখন তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে কারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে এবং তাদের এজেন্ডা কী! 

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যে আন্দোলনের নামে ব্যবসায়ী, দোকানদার বা সাধারণ মানুষের ক্ষতি হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার ও প্রশাসনের উচিত এখনই কঠোর বার্তা দিয়ে সব ধরনের অপরাধমূলক তৎপরতা দমন করা। তা না হলে এই সংস্কৃতি ভয়াবহ রূপ নিতে পারে।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও প্রশাসনের বার্তা

এদিকে সরকারের দুর্বলতায় এমন পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় এসব ঘটনা ঘটেছে। আগেভাগেই ব্যবস্থা নেওয়া হলে দেশের সুনাম এভাবে ক্ষুণ্ন হতো না।’ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে পুলিশ প্রশাসন জানিয়েছে, ‘লুটপাট ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তারা একটি রাজনৈতিক শ্রেণির মানুষ এবং সুবিধাবাদী চক্র। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে এবং এসব অপরাধীকে কোনও ছাড় দেওয়া হবে না।’

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
পহেলা বৈশাখে নিরাপত্তার বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার
ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট-হামলার ঘটনায় গ্রেফতার ৬০
সর্বশেষ খবর
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
ইরানের চীনা তেল আমদানিকারকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের চীনা তেল আমদানিকারকদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস: সালাহ উদ্দিন
আমরা বোঝাতে চাই বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস: সালাহ উদ্দিন
সর্বাধিক পঠিত
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
দুদকের অভিযান দেখে পালালেন জেলা রেজিস্ট্রার, বললেন ঢাকার পথে আছি
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
রফিক আজাদের স্ত্রীর বাড়ির একাংশ উচ্ছেদ: ক্ষোভে-বেদনায় দিলারা হাফিজ
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা