রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে নানান অপরাধে জড়িত নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- জিহাদ (২০), সাব্বির (১৮), দুলাল (২০), মো. বাবু (১৯), মো. চান (২২), রাহাত (২০), মো. মুন্না (২২), মোছা. পারভীন (৩০), মুক্তা বেগম (২৫) ও সুমন হাওলাদার।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করেছে।
তাদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, দস্যুতা মামলায় ২ জন, চুরির মামলায় ৩ জন, মাদকদ্রব্য মামলায় ২ জন এবং একজন পরোয়ানাভুক্ত আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।