রাজধানীর শাহবাগ মোড়ে ফুল মার্কেটের টিনশেড দোকানে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগার পর রাত ১০টা ৫৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে। রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ১০টা ১ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে ইউনিটগুলো পাঠানো হয়। পরে এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সাগর জানান, ফুল মার্কেটের পাশে থাকা একটি বেলুন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা পরে ফুল মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে অন্তত আটটি ফুলের দোকান পুড়ে গেছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় দোকানিরা ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: