X
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

ঈদের ছুটিতে দুদিনে ২ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে বিএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ এপ্রিল ২০২৫, ১৬:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৬:২৪

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনও ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ (শনিবার) ও ২ এপ্রিল (বুধবার) খোলা ছিল। দুদিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই হাজারেরও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেন বিএমইউ’র চিকিৎসকরা। 

শুক্রবার (৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএমইউ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটির দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা আছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন রোগীদের ও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

ছুটির সময়সহ প্রায় প্রতিদিনই ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম হাসপাতালে এসেছেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নিয়েছেন। 

এ সময় বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাসের, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব-১ ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, ভাইস-চ্যান্সেলের একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সব রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া ঈদের দিন ভাইস-চ্যান্সেলর শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেন। এছাড়াও বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবে ক্বদর উপলক্ষে ২৮ মার্চ (শুক্রবার) এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল (শুক্রবার) বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ২৯ মার্চ (শনিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত ঈদের দিন ৩১ মার্চ (সোমবার) সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ। পবিত্র ঈদ জামাতে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন। 

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলররা, কোষাধ্যক্ষ সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব শিক্ষক; সকাল সাড়ে ৯টা মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টরা এবং সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সব কর্মচারীদের সঙ্গে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এদিন প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিস, বিভাগসহ হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা থাকবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
সমন্বিত হজ চিকিৎসক দল গঠন
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সতিন লাখ মানুষের সেবায় ৪ জন চিকিৎসক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি তরুণ চিকিৎসকদের
সর্বশেষ খবর
জাজিরায় ফিল্মি স্টাইলে বোমা বিস্ফোরণের নেপথ্যে কী, যা জানালো র‍্যাব
জাজিরায় ফিল্মি স্টাইলে বোমা বিস্ফোরণের নেপথ্যে কী, যা জানালো র‍্যাব
সম্ভাব্য তালিকা করছে এনবিআর, যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত চিঠি পাঠানোর সুপারিশ
সম্ভাব্য তালিকা করছে এনবিআর, যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত চিঠি পাঠানোর সুপারিশ
গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তথ্য উপদেষ্টার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ
অবস্থান কর্মসূচি স্থগিত করলেন সাবেক বিডিআর সদস্যরা
অবস্থান কর্মসূচি স্থগিত করলেন সাবেক বিডিআর সদস্যরা
সর্বাধিক পঠিত
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
যে কারণে সুনাম হারাচ্ছে গ্রিন-ক্লিন-হেলদি সিটি রাজশাহী
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
দুই ব্রিটিশ এমপিকে আটক করেছে ইসরায়েল
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
আ.লীগপন্থি ৯৩ আইনজীবীর আদালতে আত্মসমর্পণ, জামিন আবেদন
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
গরু-ছাগলের চামড়া দিয়ে তৈরি হচ্ছে শিরিষ আঠা
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার
চটেছেন ‘বরবাদ’-এর ভারতীয় সিনেমাটোগ্রাফার