নেত্রকোনায় শিক্ষক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাজী মামুন উল আলমকে (৪২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফকার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে দীর্ঘ ১৩ বছ ধরে পলাতক ছিল।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে কাজী মামুন উল আলমকে গ্রেফতার করা হয়। সে নেত্রকোনার সদর থানার শিক্ষক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি বলেন, গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল মামুন। জিজ্ঞাসাবাদে সে শিক্ষক হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পাওয়ার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান বলে জানান র্যাবের এই কর্মকর্তা।