রাজধানীর মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই জন আহত হয়েছেন। তারা হলেন, ফুডপাণ্ডার ডেলিভারিম্যান মানিক মিয়া (১৮) এবং বাসের সুপারভাইজার ইমন (২১)।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর বছিলা ৪০ ফিট ও বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। আহত দের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ এসব তথ্য জানান।
মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন মানিক মিয়া। তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানায়।
মানিকের দুলাভাই সুমন জানান, রাত ১১টার দিকে বসিলার ৪০ ফিট এলাকায় খাবার ডেলিভারি দিতে গিয়েছিল মানিক। কয়েকজন তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার কাছ থেকে ফুডপান্ডার ব্যাগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ‘সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির’ সুপারভাইজার ইমন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
ইমনকে হাসপাতালে আনেন তার বন্ধু নাঈম। তিনি জানান, ডিউটি শেষ করে গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার জন্য ভোরের দিকে সায়েদাবাদ রেল ক্রসিং পার হচ্ছিল ইমন। এ সময় চার-পাঁচ জন ছিনতাইকারী তার পথরোধ করে। টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে বাধা দিলে নাঈমের কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায়।
ইমনের বাড়ি বরিশালের কাউনিয়া থানায়।
এসআই মাসুদ বলেন, ‘রাতে মোহাম্মদপুর থেকে এবং সকালে সায়েদাবাদ থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই জনকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’