X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

শেষ সময়ে গয়না-জুতার দোকানে ভিড় 

মহসীন কবির
২৯ মার্চ ২০২৫, ১৮:০০আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮:০০

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসী শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত। ঈদের পোশাক কেনা শেষে এখন গয়না ও জুতার দোকানে ছুটছেন অনেকে। পোশাকের সঙ্গে মিলিয়ে এসব পণ্য কিনছেন ক্রেতারা।

রাজধানীর নিউমার্কেট, চকবাজার ও মালিবাগের মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে, প্রতিটি গয়না ও জুতার দোকানে নারীদের উপচেপড়া ভিড়। বিক্রেতাদেরও যেন দম ফেলার ফুসরত নেই। মোবাইল ফোনে ঈদের পোশাকের ছবি তুলে এনে এর সঙ্গে মিলিয়ে কিনছেন দুল, মালা, পায়েল, ব্রেসলেট ও আংটি। জুতার দোকানেও একই চিত্র দেখা গেছে।

পোশাক ও গয়নার সঙ্গে মিল রেখে জুতা কিনছেন অনেকে

প্রতিটি দোকানেই থরে থরে সাজানো বাহারি গয়না থেকে নিজেদের জন্য পছন্দেরটি বাছাই করছেন ক্রেতারা। ইমিটেশন, স্টোনের সিলভার ও এন্টিক গয়না বিক্রি হচ্ছে বেশি। অনেকে চায়না, জার্মান, থাইল্যান্ড, ভারত, পাকিস্তানি ও ইরানি অলংকারের দিকে ঝুঁকছেন।

নিউ মার্কেটের গাউছিয়া চাঁদনীচকের ব্যবসায়ী আবু জাফর জানান, এবার নতুন ডিজাইনের কড়ি, পুঁতি, শেল, সুতা ও পিতলের তৈরি গয়নার প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। চুড়ি ও কানের দুলে ভিন্নতা খুঁজছেন ক্রেতারা। হার ও মালার সঙ্গে মিলিয়ে কিনছেন এসব অলঙ্কার। ধাতু ও কাঠের তৈরি আংটি তাদের পছন্দের শীর্ষে।

মৌচাক মার্কেটের ব্যবসায়ী সাব্বির জানান, অপেক্ষাকৃত উচ্চ ও মধ্যবিত্তরা গোল্ড প্লেটেড গয়নার প্রতি বেশি ঝুঁকছেন। এসব গয়নার দাম ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা। ফ্যাশন জুয়েলারি ২০০ থেকে ১ হাজার এবং হাতে তৈরি গয়না পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ১ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

 বাহারি গয়না থেকে নিজেদের জন্য পছন্দেরটি বাছাই করছেন ক্রেতারা

চকবাজরের ব্যবসায়ী হারুন বলেন, ‘দামের দিক থেকে সাধারণ বালা ৫০ থেকে ৩৫০, পাথর বসানো কানের দুল ৫০ থেকে ৩০০ টাকা। এছাড়া ৫০ টাকায় পাওয়া যাচ্ছে একগুচ্ছ রেশমি চুড়ি।’

পোশাক ও গয়নার সঙ্গে মিল রেখে জুতা কিনছেন অনেকে। বয়স অনুযায়ী বৈচিত্র্যপূর্ণ রঙ ও নকশার জুতা কিনছেন ক্রেতারা। এবার তরুণীদের ঝোঁক স্টাইলিশ হিল জুতার দিকে। তবে বয়স্করা বেছে নিচ্ছেন আরামদায়ক জুতা। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা একটু টেকসই ও ডিজাইনের জুতা খুঁজছেন।

মৌচাক মার্কেটের নারী ক্রেতা শারমিন বলেন, ‘ঈদের আনন্দ পরিপূর্ণ করতে পোশাকের পাশাপাশি গয়না ও জুতার মধ্যে মিল না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না। তাই সব সময় ঈদের পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে গয়না ও জুতাসহ অন্যান্য জিনিস কেনার চেষ্টা করি।’

মৌচাক মার্কেটের ব্যবসায়ী আবদুল হালিম বলেন, ‘শেষ মুহূর্তে গয়না ও জুতার ক্রেতা বেড়েছে।’ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেট জমজমাট থাকে বলে তিনি জানান।

/আরকে/
সম্পর্কিত
ইশরাক কি ডিএসসিসি মেয়রের দায়িত্ব নেবেন?
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো অজ্ঞাত যুবকের
গুলশান-বনানীর সড়ক ব্যবহারে নতুন নির্দেশনা ট্রাফিক বিভাগের
সর্বশেষ খবর
ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়
ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়
ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করার ৫ টিপস
ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করার ৫ টিপস
প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা
প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তরমুজের বীজ খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ
আমরা কানেক্টিভিটি চাপিয়ে দেবো না, সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাইরিপ্রেজেন্টেটিভ