X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ০০:৪০আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০০:৪০

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পটপরিবর্তনের পর সড়ক, স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় এবার বদলে গেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম। সড়কটির নতুন নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন সড়ক, ভবন, ও স্থাপনার নামও পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) এক দাফতরিক আদেশে সড়ক, ভবন ও স্থাপনাগুলোর নতুন নামকরণের বিষয়ে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক এবং বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক করা হয়েছে।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল- বুড়িগঙ্গা সড়ক, কলাবাগানের শহীদ শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক, যাত্রাবাড়ীর শহীদ শেখ রাসেল শিশু পার্কের এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক করা হয়েছে।

ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।

এছাড়াও, মেয়র হানিফ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটোরিয়াম, মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার, মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ এবং মেয়র হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।

নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নামকরণ সংক্রান্ত কমিটি বিভিন্ন সরণি, পার্ক, সেতু ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী আমাদের বোর্ড সভায় তা গৃহীত হয়। এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

/এএইচএস/এমএস/
সম্পর্কিত
ধানমন্ডিতে র‌্যাব পরিচয়ে ডাকাতি: অন্যতম আসামি গ্রেফতার
তেজগাঁওয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নারীর মৃত্যু
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উত্তরায় বসছে ‘ঢাকা হাট’
সর্বশেষ খবর
র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত
র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলা, গুলিতে যুবক নিহত
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান