ঢাকা মেট্রোরেলের একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট আটকে ছিল, এর ফলে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুযায়ী অন্যান্য ট্রেনও নির্ধারিত স্থানে থেমে যায়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর দায়িত্বশীল সূত্র জানায়, একটি ট্রেনের ব্রেকে জটিলতা দেখা দেওয়ায় বিকাল ৩টা ৩৫ মিনিট থেকে বিকাল ৪টা ৫ মিনিট পর্যন্ত মেট্রোরেলের চলাচল ব্যাহত হয়। পরে সমস্যাগ্রস্ত ট্রেনটিকে আগারগাঁওয়ে সরিয়ে নেওয়ার পর বিকাল ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
এদিকে মেট্রোরেল বন্ধ থাকায় নানা ভোগান্তির কথা উল্লেখ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করেন যাত্রীরা। তারা বলেন, পিক আওয়ারে মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা বেড়ে যায়। এতে ট্রেনে ওঠা নিয়ে সমস্যায় পড়তে হয়। এছাড়া বিভিন্ন স্টেশনে একক যাত্রার টিকিটের জন্যও লম্বা লাইন তৈরি হয়।