গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের সবাই ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং হামলায় অংশগ্রহণ করেছে।
সোমাবার (১৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটের মিটিংয়ে সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত বিষয়ে সত্যানুসন্ধান কমিটি উপাচার্য বরাবর একটি প্রতিবেদন পেশ করে। সেই আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। বহিষ্কৃত এসব শিক্ষার্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের নাম ও পরিচয় পরে প্রকাশ করা হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমদ।