বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানী ১৯৮৫ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আলোচনা করে। কিন্তু যেহেতু কোনও বাংলাদেশির দেশের সর্বোচ্চ পুরস্কার একাধিকবার পাওয়ার নজির নেই, তাই এ ধারণা বাদ দেওয়া হয়। ফলে এ বছর আর জেনারেল এম এ জি ওসমানীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ হওয়ার পর বেশ কিছু মহল থেকে জেনারেল ওসমানীর স্বাধীনতা পুরস্কার না প্রাপ্তির বিষয়ে আক্ষেপ করা হয়। অনেকেই দাবি জানান তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার।