X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহ ময়নাতদন্তের নির্দেশনা চেয়ে রিট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৫, ১৫:৩৩আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৫:৩৩

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহ ময়নাতদন্ত করতে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।  

সোমবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ রিট দায়েরের তথ‍্য নিশ্চিত করেন। এর আগে গত ৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। 

রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে। 

রিটে নারী চিকিৎসক ও প্যারামেডিকস দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত/পোস্টমর্টেমের জন্য নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ে নারীর মরদেহের ময়নাতদন্তের জন্য নারী কর্মীদের সঙ্গে নারী চিকিৎসক নিয়োগে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারির আর্জি জানানো হয়। 

গত ৩ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়। পরে এ বিষয়ে কর্তৃপক্ষের কোনও সাড়া না পেয়ে গত ৯ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়েছে। 

রিটকারী আইনজীবী মো. জুয়েল আজাদ বলেন, ‘পাকিস্তানসহ অনেক দেশে নারীর মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট গাইলাইন রয়েছে। এ বিষয়ে আমাদের দেশেও গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলে একজন সাবেক বিচারপতি কলাম লিখেছেন। এছাড়া সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় নারীর মরদেহের ময়নাতদন্ত একজন নারী চিকিৎসক দিয়ে করাই বাঞ্চনীয়। এসব কারণে আমরা নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে করানোর ক্ষেত্রে একটি গাইডলাইন তৈরির করতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বরাবরে আবেদন করেছিলাম। কিন্তু সে বিষয়ে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছি।’ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান রিটকারী আইনজীবী।

/বিআই/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশি নারী খেলোয়াড়দের সুযোগ-সুবিধার উন্নয়নে সহায়তা দেবে কাতার ফাউন্ডেশন
আসামি গ্রেফতারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার স্থগিত
কারাগারে পাঠানো আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন
সর্বশেষ খবর
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো ঘরের ওপর, প্রাণ গেলো ঘুমন্ত নারীর
পায়ুপথে গ্যাস ঢুকিয়ে শিশুহত্যা, শিশুশ্রমের নির্মম চিত্র
পায়ুপথে গ্যাস ঢুকিয়ে শিশুহত্যা, শিশুশ্রমের নির্মম চিত্র
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ
কেন্দ্রে হিজাব না খোলায় ৪ পরীক্ষার্থীর খাতা কেড়ে নেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’