জুলাই গণঅভ্যুত্থানে পরিচয়হীন শহীদদের ডিএনএ প্রোফাইল শনাক্তে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১০ মার্চ) এই বিজ্ঞপ্তি দেওয়া হয় সিআইডি থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এর শহীদদের মধ্যে কিছু অসনাক্তকৃত শহীদদের ডিএনএ প্রোফাইল সিআইডির সদর দফতরে সংরক্ষিত রয়েছে। আপনি যদি কোনও শহীদের পরিচয় জানতে চান, তাহলে শহীদের নিকটতম আত্মীয়-স্বজনকে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানা: ফরেনসিক ডিএনএ ল্যাব, সিআইডি সদর দফতর, মালিবাগ, ঢাকা। মোবাইল নং: ০১৩২০-০১০৫৭২।