X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বহিষ্কারের পরও মিঠুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, সমিতির কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৫, ২০:৩২আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২০:৩২

দখলবাজি-চাঁদাবাজিসহ নানা অভিযোগে উত্তরা-পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপরও থামেনি চাঁদাবাজি। দলীয় পদ-পদবি না থাকলেও বিএনপি নেতা পরিচয়ে মিঠু চাঁদা দাবি করছেন বলে জানিয়েছেন উত্তরা-পশ্চিম থানা এলাকার ব্যবসায়ী সমিতির নেতারা।

উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির দুজন নেতা জানিয়েছেন, ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করতে চাচ্ছেন আজমল হুদা মিঠু। মূলত সমিতি দখলের জন্য এটি করতে চাচ্ছেন। এজন্য মিঠু নির্বাচিত কমিটির নেতাদের পদত্যাগ করতে চাপ দিচ্ছেন। ইতিমধ্যে সমিতির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, বাকিদের পদত্যাগে নানা ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রায় দুই হাজার দোকানদার থেকে মোটা অংকের চাঁদা তুলতেই উত্তরার রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স সমিতির স্বঘোষিত সভাপতি হতে চান। তাকে সভাপতি বানাতে পেছন থেকে সহায়তা করছেন বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর। ইতিমধ্যে তার অনুসারী কুতুবউদ্দিনকে দিয়ে সাইদ গ্র্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতি ও হেলাল তালুকদারকে দিয়ে রাজলক্ষ্মী সুপার মার্কেটের কমিটি গঠন করেছেন। তার ধারাবাহিকতায় রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করতে চাচ্ছেন। 

এই মার্কেটের এক ব্যবসায়ী বলেন, মিঠু রাজউক মার্কেটের সভাপতি হওয়ার আগেই কয়েকজন মালিক থেকে ১০ লাখ টাকা নিয়ে অবৈধভাবে দুটি লিফট বসানোর কাজ করছেন। যা ঝুঁকিপূর্ণ এবং মার্কেটটির নকশাবহির্ভূত। তার এই কাজে সহযোগিতা করছেন রাজউক কর্মচারী সমিতির কয়েকজন অসাধু কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর উত্তর বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, বহিষ্কারের পরও আগের মতো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে। এসবের দায় পড়ছে বিএনপির ওপর। পদে না থাকায় এখন আর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই। এখন নিলে আইনি ব্যবস্থা নিতে হবে।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সই করা চিঠিতে মিঠুকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিঠুর বিরুদ্ধে দখল-চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষে দুলাল আহমেদ নামে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি অভিযোগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দফতরে লিখিত অভিযোগ দেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএনপি। 

এসব বিষয়ে জানতে চাইলে আজমল হুদা মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা অভিযোগ করেছেন আপনি এসে তাদের সঙ্গে কথা বলেন। যেসব ব্যবসায়ী অভিযোগ করেছেন, তারা আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের বিভিন্ন এমপি ও লোকজনের সঙ্গে তাদের ছবি আছে। এরকম আট-দশ জন ব্যবসায়ী পদত্যাগ করেছেন; তার মধ্যে সেক্রেটারিও আছেন। এখানে পাঁচতলা মোবাইল মার্কেটের মালিক আমি।’

ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। আমি কার কার কাছ থেকে চাঁদা চেয়েছি, তারা প্রমাণ দেখাক। আমি এখানে ব্যবসা করি, চাঁদাবাজি করি না। এখন কেউ যদি বলে চাঁদাবাজি করেছি, তাদের কাছে প্রমাণ থাকলে আইনের আশ্রয় নেক, থানায় অভিযোগ করুক, মামলা দেক।’

সমিতির কমিটি ভেঙে দেওয়ার প্রসঙ্গে মিঠু বলেন, ‘আমি কেন কমিটি ভেঙে দেবো। যারা আওয়ামী লীগের দোসর, তারা কমিটিতে থাকতে চাচ্ছে না এজন্য পদত্যাগ করছেন। আমি কাউকে পদত্যাগে বাধ্য করিনি।’

/এবি/এএম/
সম্পর্কিত
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান 
নির্বাচন ইস্যুতে যুগপৎসঙ্গীদের সঙ্গে আলোচনা করবে বিএনপি
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এমন ফাজলামো বাদ দেন: দুদু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৫)
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
খামারে আগুন, পুড়ে মারা গেছে ৫০ হাজার মুরগি
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
সুন্দরবনের দস্যু করিম শরিফ বাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
কুষ্টিয়া সীমান্তে ফেনসিডিলসহ ৩ ভারতীয় মাদক কারবারি আটক
সর্বাধিক পঠিত
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
পরীক্ষা ভালো হয়নি, বাড়ি ফেরার পর ঘরে এসএসসি পরীক্ষার্থীর লাশ
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
সন্তান বিক্রি করে জুয়েলারি ও মোবাইল কিনেছেন মা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা