ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিএনএস ভবনের সামনে গণপিটুনির শিকার দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। উত্তরা পশ্চিম থানার (এসআই) মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
ওই দুই জন হলেন– বকুল (৪০), নাদিম (৩৫)।
এসআই মো. মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উত্তরা হাউজ বিল্ডিং বিএনএস ভবনের সামনে গণপিটুনির শিকার হয় ওই দুই জন। গণপিটুনি দিয়ে তাদের ফুট ওভারব্রিজ উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে আহত অবস্থায় তাদের স্থানীয় একটি নেওয়া হয়। সেখান থেকে আজ দুপুরে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।’