ঢাকাসহ সারাদেশে জনসম্মুখে ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের প্রধানকে ১০ জন আইনজীবীর পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নোটিশটি ১০ জন আইনজীবীর পক্ষ থেকে প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
তিনি নোটিশে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন এলাকার বিশেষ করে মোহাম্মদপুর, বনশ্রী, মিরপুর, ধানমন্ডিসহ আরও অনেক এলাকায় গত রাতেসহ ইতিপূর্বে জনসম্মুখে পিস্তল, চাপাতি ও রামদা হাতে এবং সাধারণ মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দফতরের পরিসংখ্যানে জানা গেছে, গত জানুয়ারি মাসে সারা দেশে ৭১টি ডাকাতি, ১৭১টি ছিনতাই, ২৯৪টি খুন, ১০৫টি অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এই মাসে রাজধানীতে ৮টি ডাকাতি, ৫৪টি ছিনতাই, ৩৬টি খুন এবং ৩১টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া ২০২৪ সালে সারা দেশে ৪৯০টি ডাকাতি, ১৪১২টি ছিনতাই, ৩৪৩২টি খুন এবং ৬৪২টি অপহরণের ঘটনা ঘটে।
নোটিশে আরও বলা হয়, যেহেতু আমি ও আমার মোয়াক্কেলদের এবং সাধারণ মানুষের সার্বিক প্রয়োজনে রাস্তায় বের হওয়া এখন হুমকির মুখে। যেখানে সেখানে জনসম্মুখে গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে সর্বহারা করে দিচ্ছে সাধারণ মানুষকে। যার ফলে চলা-ফেরা ও ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী, বাসায় মা-বোনেরা মোদ্দাকথা দেশের সর্বস্তরের সাধারণ মানুষ সবাই নিরাপত্তাহীনতায় রয়েছে।
এছাড়াও প্রতিনিয়ত গুম, হত্যাসহ ধর্ষণ, ছিনতাই, রাহাজানি ও ডাকাতির ঘটনা এবং জনসম্মুখে রামদা দিয়ে রাস্তার ওপর কুপিয়ে গুরুতর জখম করে নরহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।