সামাজিক যোগাযোগ মাধ্যম ও কবিতার বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কবি সোহেল হাসান গালিবকে সম্প্রতি কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পেন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির মহাসচিব মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান।
গত ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (লালবাগ বিভাগ) গোয়েন্দা শাখা (ডিবি) ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গালিবকে গ্রেফতার করে।
বিবৃতিতে বলা হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা গালিবকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলেন, সোহেল হাসান গালিব রচিত 'আমার খুতবাগুলি' নামে একটি বই উজান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কবিতা আছে।
তিনি আরও উল্লেখ করেন, সোহেল হাসান গালিব এর আগেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম নিয়ে মানহানিকর পোস্ট করেছেন। এই কার্যক্রমগুলো বাংলাদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে, বইমেলা এবং অন্যান্য জনসমাগমস্থলে সম্ভাব্য অস্থিরতার উদ্বেগ বাড়িয়ে তোলে।
বিবৃতিতে পেন বাংলাদেশ কবি সোহেল হাসান গালিবের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পেন বাংলাদেশ বিশ্বাস করে, মতামত ও ধারণার মোকাবিলা করা যায় কেবল মতামত ও ধারণার মাধ্যমে, চিন্তার শ্বাসরোধ করে নয়।
আরও পড়ুন: