সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে মামলায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তাদের দুই মেয়েকেও আসামি করা হয়েছে। তারা হলেন, ফারহীন রিশতা বিনতে বেনজীর, তাহসীন রাইসা বিনতে বেনজীর।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে অবৈধ উপায়ে অর্জিত ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা নগদ উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব অর্থ উত্তোলনের পর বিদেশে চলে যান। ফলে নগদ উত্তোলন করা অপরাধ লব্ধ আয়ের উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার উদ্দেশে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।