সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এদিন শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনেররিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনআবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে, ৪ দিনের রিমান্ডমঞ্জুর করেন।গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়। পরদিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে রিমান্ড শেষে তাকেকারাগারে পাঠায় আদালত।
বিস্তারিত আসছে…