X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ইউল্যাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘হাল্ট প্রাইজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬

‘আনলিমিটেড’ থিম নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হাল্ট প্রাইজ ইউল্যাব ২০২৪-২০২৫’ প্রোগ্রাম। এবার ১৫৫টি দল ও ৪৫৭ জন প্রতিযোগী পরিবেশবান্ধব ও সৃজনশীল ব্যবসায়িক সমাধান উপস্থাপন করেছে। তাদের মধ্যে ৩৩টি দল পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাল্ট প্রাইজ ইউল্যাবের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাল্ট প্রাইজ ইউল্যাবের ডিরেক্টর রাহাত, ডেপুটি ডিরেক্টর সালমান ও হেড অব পিআর মারিয়াম মারদিয়া। লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা এবং টেকসই সমাধানকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এবারের প্রতিযোগিতা একটি মাইলফলক তৈরি করতে চলেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৯ জানুয়ারি অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এরপর ২ ফেব্রুয়ারি ৩৩টি ব্যতিক্রমী দল নির্বাচিত হয়, যারা এখন তাদের পরিবেশবান্ধব ব্যবসায়িক আইডিয়া নিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতার মূল পর্ব ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে অসংখ্য দল অংশগ্রহণ করে এবং তাদের ব্যবসায়িক ধারণা জমা দেয় জানিয়ে বক্তারা বলেন, বিচারকরা এই আইডিয়াগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেরা দলগুলোকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচন করা হয়।

নির্বাচিত দলগুলো হলো– সুলভ, রেকারস, পেরিগ্রিন ফ্যালাঙ্কস, টিম নট শিওর, অরোরা ২, ঝালমুড়ি, বিয়ন্ড হরাইজন্স, ইকো-ইনোভেটর, চেঞ্জ চেসারস, টেকোস, কোর, মো সোশ্যাল ক্রাউড, এম্বার হকস, র‌্যাপিড রেঞ্জার্স, দ্য সলিউশনিস্টস, সালভাদর, ব্রাইট হরাইজন্স, সাসটেইনস্ফিয়ার, হুইস্পারিং পাইন্স, মোমেন্টাম মেকার্স, নেক্সট ওয়েভ, সাসটেইনেবল সিকার্স, বেঙ্গল আর্টিজান, শুন্ধিনী, ডিসেপটিডুডস, এমপ্যাথি ইঞ্জিনস, টিম ইকো-কর্পস, আর্থ অ্যালাইজ, রাইজ অ্যান্ড রিজলভ, সোশ্যাল স্পার্কস, শ্যাডো ভ্যাম্পায়ার্স, দ্য অ্যাভেঞ্জার্স এবং টিম জেনিষ।

প্রতিযোগিতার পরবর্তী ধাপ প্রথম রাউন্ড (অনলাইন) শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এরপর ১৫ ফেব্রুয়ারি একটি এক্সক্লুসিভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক কৌশল আরও উন্নত করার সুযোগ পাবেন। আর ফাইনাল ও গালা নাইট অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এবাবের হাল্ট প্রাইজ ইউল্যাব শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এক নতুন ধারা তৈরি করতে চলেছে করপোরেট সোশাল রেসপন্সিবিলিটি (সিএসআর) প্রজেক্ট। এই উদ্যোগের মাধ্যমে প্রতিযোগিতা শুধু উদ্যোক্তাদের গড়ে তুলবে না, বরং টেকসই ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

হাল্ট প্রাইজ ইউল্যাব ২০২৪-২০২৫-এর প্রধান স্পন্সর হিসেবে রয়েছে মেকট্রনিক্স গ্রুপ, কো-স্পন্সর হিসেবে ওমেরা এলপিজি ও জিতবেন এবং পাওয়ারর্ড বাই বেগম ক্যাটারিংস।

এছাড়াও ইভেন্টের ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে দ্য গ্র্যাজুয়েটস, ডেজার্ট পার্টনার পারফে, বেভারেজ পার্টনার ক্রভানা, ইয়ুথ ডেভেলপমেন্ট পার্টনার এলিভেট ইয়ুথ, ইংরেজি অনলাইন ও ডিজিটাল মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলা অনলাইন ও প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইনকিলাব, ডিজিটাল মিডিয়া পার্টনার টিডবিটস ও ইনফোগ্রাম, অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন, টিভি মিডিয়া পার্টনার ডিবিসি ও চ্যানেল ২৩।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্বার্থান্বেষী মহলের চাপে ত্রুটিপূর্ণ ড্যাপ চালু হয়েছে: রিহ্যাব সভাপতি
শ্রমিকদের সুরক্ষা ও পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিতের পরামর্শ শ্রম সংস্কার কমিশনের
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অন্যতম প্রতিবন্ধকতা জনবলের ঘাটতি: গবেষণা
সর্বশেষ খবর
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিআইএফ’
‘২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে ৭০ মামলার ভয় দেখায় ডিজিআইএফ’
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
ধর্ষণের পর কিশোরীর ‘আত্মহত্যা’, মূলহোতা গ্রেফতার
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য