X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

শাহজালালে প্রথমবারের মতো বসলো ‘গোল্ড টেস্টিং মেশিন’, কমবে হয়রানি

ইমরান আলী
৩১ জানুয়ারি ২০২৫, ২২:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:৩৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো স্বর্ণ পরীক্ষার যন্ত্র (গোল্ড টেস্টিং মেশিন) বসিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। জার্মানি থেকে আনা এই যন্ত্র দিয়ে এরই মধ্যে স্বর্ণ পরীক্ষাও শুরু করেছেন কাস্টমসের কর্মকর্তারা। এই যন্ত্র বসানোকে ‘অনন্য উদ্যোগ’ উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ কাস্টমসের কাজের গতি আরও বাড়াবে। আর যারা স্বর্ণের বার ভেঙে অলঙ্কার বানিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা করেন, তাদের সেই অপচেষ্টাও বন্ধ হবে।

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জার্মানি থেকে প্রায় ৬০ লাখ টাকা দিয়ে ‘গোল্ড টেস্টিং মেশিন’ এনেছি। মেশিনটি বিমানবন্দরের কাস্টমস হলে বসিয়ে ইতোমধ্যে আমরা কাজও শুরু করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মেশিনটি আনার ফলে দুদিক দিয়ে সুবিধা হয়েছে। একদিকে অনেক যাত্রী বার ভেঙে শুল্ক ফাঁকির জন্য অলংকার বানিয়ে নিয়ে আসেন। সেই অলংকার আসলে ২৪ ক্যারেটের থাকে, অর্থাৎ সেগুলো বার। অনেক সময় তারা অলংকার বলে কাস্টমস কর্মকর্তাদের নানাভাবে বুঝিয়ে নিয়ে চলে যেতেন।’

‘আবার কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে সেটি আটকে দিতেন। পরে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নিবন্ধিত দুটি জুয়েলারির সঙ্গে আমাদের চুক্তি আছে, তারা এসে এটি পরীক্ষা করতো। এতে দীর্ঘসূত্রতা তৈরি হতো। এমনও হয় যে বিষয়টি সমাধান হতে ৬ মাস কিংবা এক বছর পর্যন্ত সময় লেগে যেতো’- বলেন এই কর্মকর্তা।

গোল্ড টেস্টিং মেশিন উদ্বোধনের দিন ঢাকা কাস্টমস হাউজের কমিশনারসহ কর্মকর্তারা

তার ভাষ্য, ‘বর্তমানে এই মেশিনটির ফলে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান হয়ে যাচ্ছে। যাত্রীর সামনেই পরীক্ষা হচ্ছে। যদি বার না হয়, সেটিও প্রমাণ হচ্ছে।’

এই মেশিনটি উন্নত প্রযুক্তির উল্লেখ করে কমিশনার বলেন, ‘অলংকার ২৪ ক্যারেটের না হলেও এতে আর কী কী ধাতু প্রয়োগ করা হয়েছে, তারও রেজাল্ট পাওয়া যাচ্ছে।’

এদিকে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সংশ্লিষ্টরা এটিকে কাস্টমসের যুগান্তকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, কাস্টমস দিন দিন আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি লাঘবে তারা নানা উদ্যোগ গ্রহণ করছেন।

বিমানবন্দর কাস্টমসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ প্রবাসীদের যাত্রীসেবায় নিরলস কাজ করে যাচ্ছে। আইনের মধ্যে থেকে যতটুকু সেবা দেওয়া যায়, তার সবটুকুই প্রয়োগ করে যাচ্ছে। গোল্ড টেস্টিং মেশিন বসানোর ফলে যাত্রীদের যে হয়রানি হতো, সেটি আর থাকবে না। এটি কাস্টমসের অনন্য উদ্যোগ।

এরইমধ্যে স্বর্ণ পরীক্ষা শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ

প্রসঙ্গত, বিমানবন্দরে এর আগে ‘ফার্স্ট ট্র্যাক সার্ভিস’ চালু করে কাস্টমস কর্তৃপক্ষ। এর ফলে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্ক আরোপযোগ্য পণ্য তাৎক্ষণিক শুল্ক পরিশোধের মাধ্যমে খালাস করার সুযোগ দেওয়া হচ্ছে। এতে এখন থেকে অতিরিক্ত মালামাল নিয়ে আসা যাত্রীরা বিমানবন্দরেই শুল্ক প্রদান করে পণ্য নিতে পারছেন। শুল্ক পরিশোধে সাময়িক অসুবিধা হলে যাত্রীরা ২১ দিনের মধ্যে শুল্ক প্রদান করে পণ্য ছাড়িয়েও নিতে পারেন। এর আগে এসব মালামাল আটক হলে কাস্টম হাউজে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তা ছাড়ানোর ক্ষেত্রে ঝামেলায় পড়তে হতো।

এছাড়াও ব্যাগেজ রুলসের নিয়মও পরিবর্তন করা হচ্ছে। এই নিয়ম ব্যবহার করে একজন যাত্রী বছরে কতবার স্বর্ণ আনতে পারবেন, সেটি নির্ধারণ করা হচ্ছে। এতে অবাধে স্বর্ণ আনার প্রবণতাও কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিগগিরই নতুন এই নিয়ম চালু হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
হজ ফ্লাইট শুরু আজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
স্বর্ণ চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে হতবাক কর্মকর্তারাও
সর্বশেষ খবর
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা