X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ছাত্রদলের নেতৃত্বে ভেঙে ফেলা হলো ৭ মার্চের ভাষণ-সংবলিত ভাস্কর্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ২২:৪৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৪২

পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্বলিত ভাস্কর্য ‘মুক্তির সোপান’ ভেঙে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতৃত্বে এটি ভেঙে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্যসচিব নাজমুল হাসানসহ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্য নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, এটা আরও আগেই ভাঙা উচিত ছিল। স্বাধীন এই ক্যাম্পাসে স্বৈরাচারীদের মনগড়া ইতিহাস থাকতে পারে না। শহীদ জিহাদ, শহীদ কাউসারদের ক্যাম্পাসে স্বৈরাচারদের ইতিহাস থাকতে পারে না। 

এ বিষয়ে কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘মুক্তির সোপান’ এ লেখা হয়েছে বিকৃত সব ইতিহাস। যে প্রতিচিত্রে থাকার কথা মুক্তিযুদ্ধের গেরিলাদের কথা, ইজ্জত হারানো মা-বোনদের কথা, যেখানে থাকার কথা সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অর্জিত মুক্তিযুদ্ধের কথা, সেখানে রয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক প্রচারণা। 

তিনি বলেন, এটি নির্মাণের উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে বোঝানো যে শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কোথাও উল্লেখ নেই। যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ইতিহাসের বিকৃতি করেছে। নিজেদের মনগড়া গল্প-কাহিনি নতুন প্রজন্মদের কাছে তুলে ধরেছে। 

ইরফান আহমেদ ফাহিম আরও বলেন, জুলাই আন্দোলনে আমাদের ক্যাম্পাসের চার জন শহীদ হয়েছে। ২৪ এর ইতিহাস যেন কেউ ভুলে না যায় এবং চার শহীদের স্মরণে আমরা এই প্রতিচিত্রে তাদের ছবি এবং স্মৃতিকথা স্থাপন করবো। ৭১ যেমন ভোলার নয়, তেমনি শহীদ জিহাদ, শহীদ ওমর ফারুক, শহীদ কাউসারদের অবদানও ভোলার নয়। এই ক্যাম্পাস যতদিন থাকবে, ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে ২০১৯ সালের ৪ ডিসেম্বর তৎকালীন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ভাস্কর্য ‘মুক্তির সোপান’ উদ্বোধন করেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ছাত্রদল নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে
তরুণদের নিয়ে বিভাগীয় সমাবেশ-সেমিনারের ঘোষণা বিএনপির তিন অঙ্গ সংগঠনের
‘হত্যা না করে হাত-পা কেটে ফেললেও ছেলের মুখে বাবা ডাক শুনতে পারতাম’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৫)
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু