X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ: ৫২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:০২

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫২ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ইউনাইটেড সুপার ট্রেডার্সের জন্য ঋণ নেওয়ার নামে ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে চট্টগ্রামের খাতুনগঞ্জের ইসলামী ব্যাংকের শাখা থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। অনুসন্ধানের পর ২০২৪ সালের ৩ অক্টোবর পর্যন্ত ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাত, হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের তথ্য পাওয়া গেছে। 

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম (৩৮), সেঞ্চুরী ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী (৩৮), পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান (৪১), ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মো. কামরুল হাসান, সাবেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ সালেহ জহুর, সাবেক পরিচালক প্রফেসর মো. নাজমুল হাসান (৭০), সাবেক পরিচালক ড. মো. ফসিউল আলম, সাবেক সদস্য আবু সাইদ মোহাম্মদ কাশেম, জামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ মনিরুল মাওলা, মো. মাহবুব উল আলম (৭০), তাহের আহমেদ চৌধুরী (৬৯), হাসনে আলম (৬৫), মো. আব্দুল জব্বার (৬৮), মো. সিদ্দিকুর রহমান (৬৫), এ এ এম হাবিবুর রহমান (৬৫), মোহাম্মদ সাঈদ উল্লাহ (৬৫), মো. ওমর ফারুক খান (৬৬), জে কিউ এম হাবিবুল্লাহ, মুহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ আলী, মো. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী, মো. আলতাফ হোসেন, মোহাম্মদ সাব্বির, জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, মিফতাহ উদ্দিন, মোহাম্মদ উল্লাহ, আবুল ফাইয়াজ মোহাম্মদ কামাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. ফরিদ উদ্দিন, কাজী মো. রেজাউল করিম, খালেদ মাহমুদ রায়হান (৪৬), মোহাম্মদ ইহসানুল ইসলাম (৪৮), মো. মনজুর হাসান (৫২), মুহাম্মদ সিরাজুল কবির (৫০), মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী (৪৭), মো. ছাদেকুর রহমান (৫৫), মো. মুছা চৌধুরী (৭১), মোহাম্মদ রফিক (৫৭), এস এম নেছার উল্লাহ (৩৯), আরশাদুর রহমান চৌধুরী (৫৬), মোহাম্মদ রাশেদুল আলম (৬৩), মোহাম্মদ আব্দুস সবুর (৪২), আনছারুল আলম চৌধুরী (৫৯), রায়হান মাহমুদ চৌধুরী (৪২), এরশাদ উদ্দিন (৩৭), এম এ মোনায়েম (৫৭), মো. গোলাম কিবরিয়া চৌধুরী ও সহিদুল আলম।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
এবার নিলামে এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ
দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৫)
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক