তিতাস গ্যাসের অভিযানে নারায়ণগঞ্জে ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে তিতাস কর্তৃপক্ষ। রবিবার (২৬ জানুয়ারি) অবৈধ সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়।
সোমবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাসের নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে চারটি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযানকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড নামক কয়েল কারখানায় অভিযান চালানো হয়। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় এক থেকে দুই ইঞ্চি ব্যাসের ৫০ ফিট, তিন থেকে চার ইঞ্চি ব্যাসের ৩০ ফিট ও ১০০ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়।
মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের ডিকে মার্কেটিং অ্যান্ড ট্রেডিং নামক একটি কয়েল কারখানায় অভিযান পরিচালনা করে কোনও গ্যাসের সংযোগ পাওয়া যায়নি।
এদিকে একইদিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে সোনারগাঁও মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিরেরটেক এলাকায় দুটি এবং হাতুড়াপাড়ায় দুটি স্পটে দুই ইঞ্চি ডায়া বিশিষ্ট ২টি এবং এক ইঞ্চি ডায়া বিশিষ্ট ২টি অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক বার্নার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় দুই ইঞ্চি ডায়া বিশিষ্ট ৩০ ফুট, এক ইঞ্চি ডায়া বিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপ অপসারণ করে জব্দ করা হয়েছে এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।