X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সালমান ও পলক আবারও রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৪

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক ৭ দিনের রিমান্ড চান। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগরের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে ছিলেন তারা। হত্যাচেষ্টা মামলায় ফের তাদের আজ রিমান্ড দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল পালন করছিল। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিসহ হামলা চালায়। এতে চোখে ও নাকে রাবার বুলেটে বিদ্ধ হয়ে আহত হন ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীম। আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। 

এ ঘটনায় গত ২৮ নভেম্বর আহত মো. শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শ্রীপুর টাউনশিপ দুর্নীতিসালমান এফ রহমানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চাঁদাবাজির মামলায় গ্রেফতার সেই যুবক রিমান্ডে
স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হাঙ্গেরিতে দুই স্বাগতিক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে তাহসিনের জয় ও ড্র
হাঙ্গেরিতে দুই স্বাগতিক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে তাহসিনের জয় ও ড্র
ডাক্তার-রোগী যোগাযোগের নিউরাল জাদু
ডাক্তার-রোগী যোগাযোগের নিউরাল জাদু
স্বামী-স্ত্রীর ঝগড়া, জমির বিরোধের অভিযোগও আসছে ট্রাইব্যুনালে
স্বামী-স্ত্রীর ঝগড়া, জমির বিরোধের অভিযোগও আসছে ট্রাইব্যুনালে
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
দিনদুপুরে বাসায় ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সংগঠক’কে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যে ফেসবুকে এসএসসির প্রশ্ন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বাতিলের প্রস্তাব
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
ফ্যাসিস্টের প্রতিকৃতি বানানো শিল্পীর বাড়িতে আগুন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর