ঢাকা-মাওয়া মহাসড়কের টোল প্লাজায় বাস দুর্ঘটনায় জড়িত বিএমডব্লিউ বেপারী পরিবহনের রুট পারমিট বাতিল ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি জানানো হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বজন ও দেশবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে স্বজন হারানো ও আহত মো. নুর আলম সোহান বলেন, ‘আমরা গোপালগঞ্জ যাচ্ছিলাম। আমি টোল দিচ্ছিলাম টোল প্লাজায়। তখন আমার কোলে আমার ছোট ছেলে ছিলো। ওই সময় টোল প্লাজায় বাস এসে ধাক্কা দিলো, আমার ছেলে মরে গেল। আমি আহত হলাম। মাথায় আঘাত পেলাম, এখন আমি অনেক কিছুই মনে করতে পারি না। এ সময় আমার শাশুড়ি, শালি ও স্ত্রীর বড়বোন মারা গেছে। আর এখন আমার ছোট বোন, স্ত্রী হাসপাতালে ভর্তি।’
তিনি বলেন, ‘আমি চারজন মানুষ হারিয়েছি। আমি চাই আমার মতো আর কারো এমন না হোক। আমি তাদের কঠিন শান্তি চাই।’
দুর্ঘটনায় আহত সুমন গাজী বলেন, ‘আমরা টোল দিচ্ছিলাম। গাড়ি এসে চোখের সামনে আমার ছেলের মাথার উপর দিয়ে যায়। চোখ বের হয়ে যায় ওর। আর আমার স্ত্রীকে চাকার সঙ্গে টেনে নিয়ে যায়। আমার স্ত্রী-সন্তান হত্যার বিচার চাই।’
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে প্রতিদিন যে হাজার হাজার জীবন চলে যাচ্ছে— এর দায় রাষ্ট্রকে নিতে হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি করছি। আর যে অফিসার মামলা নিতে অস্বীকার করেছে— তাকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে। সড়কে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
দাবিগুলো হলো—
১. বিএমডব্লিউ বেপারী পরিবহনের রুট পারমিট অনির্দিষ্ট কালের জন্য বাতিল করতে হবে।
২. স্বজনহারা পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
৩. বিএমডব্লিউ বেপারী পরিবহনের মালিককে আইনের আওতায় আনতে হবে।
৪. সড়ক দুর্ঘটনার দায় রাষ্ট্র ও পরিবহন মালিক পক্ষকে নিতে হবে।
৫. সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বিবেচিত না করে হত্যা হিসেবে গণ্য করতে হবে।
৬. মহাসড়কে গাড়ির গতিসীমা নির্দিষ্টকরণ ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতে হবে।
৭. হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
৮. মাদকাসক্ত কোনও ড্রাইভার ও হেলপারকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া যাবে না।
৯. ৯০ কর্মদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।
১০. ড্রাইভার ও মালিকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনকে বেপারী পরিবহনের একটি বাস অতর্কিত আঘাত করায় ছয় জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।