X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

লালবাগে শুভ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:২২

রাজধানীর লালবাগ এলাকায় ব্যবসায়ী মো. হোসেন শুভ হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিলকে (১৯) রাজধানীর শেরে বাংলানগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনি. সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ ডিসেম্বর দুপুরে নবাবগঞ্জ থেকে বাসায় ফেরার পথে লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদের সামনে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে শুভর (৩৫) পথ রোধ করে শাকিলসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন। এ নিয়ে শুভ ও শাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আসামি শাকিল সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে শুভর পেটে আঘাত করে। পরে শুভর চিৎকারে তারা দ্রুত পালিয়ে যায়।

এএসপি তাপস কর্মকার বলেন, পরবর্তীতে শুভকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ ডিসেম্বর বিকাল ৪টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিন রাতে নিহত শুভর বড় ভাই মুহাম্মদ শাহাদাৎ হুসাইন বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শাকিলসহ অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদ এবং তথ্য-প্রযুক্তি সহায়তায় রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মো. শাকিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সম্পৃক্তার কথা স্বীকার করেছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭
বিচারকাজে বিড়ম্বনা, সময় ও খরচ কমানোই প্রধান লক্ষ্য: আইন উপদেষ্টা
এক মণ গাঁজাসহ দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্তে কমিটি
ওসমানী মেডিক্যালে রোগীর স্বজনকে চিকিৎসকের লাথি, তদন্তে কমিটি
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
‘আন্ডাররেটেড’ তাইজুল, ‘এক টেস্ট দেখে যারা সমালোচনা করে, মনে হয় না তারা খেলা বোঝে’
‘আন্ডাররেটেড’ তাইজুল, ‘এক টেস্ট দেখে যারা সমালোচনা করে, মনে হয় না তারা খেলা বোঝে’
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু