X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

এবার মুহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯

মৃত্যুবার্ষিকীর পর এবার জাতীয় প্রেস ক্লাবে পালিত হয়েছে মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী। এ সময় বক্তারা বলেছেন, ‘বিগত ১৫ বছর মুহাম্মদ আলী জিন্নাহর নাম মুখে আনা বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। অথচ আমরা কায়েদ ই আযমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি।’

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত ‘কায়েদ ই আযম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে নাগরিক পরিষদের আহ্বায়ক মো. শামসুদ্দিন বলেন, ‘আমরা প্রথম মুসলিম দেশ হিসেবে স্বাধীন হয়েছিলাম ১৯৪৭ সালে। আমরা কায়েদ ই আযমের জন্য আজ বাংলাদেশ পেয়েছি। ১৯৪৭ সালে তারা যদি এই দেশে না আসতো তাহলে বাংলাদেশে কোনও শিল্প-কারখানা গড়ে উঠতো না।’

তিনি আরও বলেন, ‘অপারেশন সার্চ লাইটের আগে ভারত আমাদের উর্দুদের ওপর হামলা করেছিল। তারা চেয়েছিল উর্দুদের হত্যা করতে পারলে বাংলাদেশকে কব্জায় নিতে পারবে। বাংলাদেশে যেসব উর্দুভাষী আছেন তাদের পূর্ব পুরুষরা এখানে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে বোঝাতে চেয়েছে ভারত না হলে বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। এটা সম্পূর্ণ মিথ্যা। ভারত শুধু চেয়েছিল বাংলাদেশ যেন পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর মুহাম্মদ আলী জিন্নাহর নাম মুখে আনা বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। তার নাম নিলে আপনার নামে মামলা হবে বা আপনি মহাপাপ করেছেন, এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল আওয়ামী লীগ। তারা (আওয়ামী লীগ) ইতিহাসের মহানায়কদের স্বীকার করতে চায় না। কারণ একটাই, ওই নায়কদের স্বীকার করলে তাদের (আওয়ামী লীগ) তথাকথিত জাতির পিতা হারিয়ে যেতে পারে ইতিহাস থেকে।’

ইন্ডিয়ান বংশদ্ভূত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আফজাল ওয়ার্সী বলেন, ‘শেখ মুজিবুর রহমানও কায়েদ ই আযমের সমালোচনা কখনও করেননি। তার মানে তিনিও (শেখ মুজিবুর রহমান) তাকে মানতেন।’

তিনি বলেন, ‘ভারতের কারণে আমরা দুই দেশের মধ্যে ভাগ হয়ে গেলাম। তাদের কারণে আমরা দুই ভাই (বাংলাদেশ ও পাকিস্তান) যুদ্ধ করলাম। আমরা মুসলিমরাই যুদ্ধে নিহত হলাম। কী লাভ হলো? আমরা ভারতের তাবেদার হয়ে গেলাম।’

জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, ‘লাহোর রেভুলেশনের ইমপ্লিমেন্টেশনই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের জাতির পিতা বাদ দিয়ে ফাউন্ডিং ফাদার করা হোক। নবাব সলিমুল্লাহ, শের ই বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে এই উপমহাদেশের মুসলিম স্বাধীনতার জনক হিসেবে বিবেচিত করা হোক।’

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারা মুহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করেন।

উল্লেখ্য, এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে নবাব সলিমুল্লাহ একাডেমি।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে মানববন্ধন
‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সর্বশেষ খবর
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, নিহত ১৪৮
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’