X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

মোবাইল ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ০০:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:১৪

রাজধানীর লালবাগ ও গুলিস্তান এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- মো. তানভীর হোসেন (২৩), মো. আশরাফুল ইসলাম (১৭) ও রায়হান সরদার (২৯)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি ছিনতাই করা মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর বিকাল ৪টার দিকে লালবাগ মঙ্গলী মেলায় যাওয়ার সময় শহিদ নগর এলাকা থেকে জনৈক মো. আশাদ বেপারীর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় গতকাল (১৮ ডিসেম্বর) মো. আশাদ বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে আজ সকালে চক্রের মো. তানভীর হোসেন ও মো. আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তান এলাকা থেকে চক্রের অপর সদস্য রায়হান সরদারকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ আরও জানায়, গ্রেফতাররা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের তানভীর ও আশরাফুলসহ পলাতক অন্যরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ছিনতাই করতো। তারা ছিনতাই করা মোবাইল ফোনসেটগুলো রায়হান সরদারের মাধ্যমে বাজারে বিক্রি করতো।

গ্রেফতারদের লালবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার তিন শিক্ষক গ্রেফতার
তুরিন আফরোজকে আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
চলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী, ব্যাগসহ টেনেহিঁচড়ে নিয়ে গেলো নারীকে
সর্বশেষ খবর
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি
নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
ক্রিমিয়া ছেড়ে দিতে পারেন জেলেনস্কি, আভাস দিলেন ট্রাম্প
ক্রিমিয়া ছেড়ে দিতে পারেন জেলেনস্কি, আভাস দিলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ