স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ও পরে রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি হওয়া ধনঞ্জয় কুমার দাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ধনঞ্জয় কুমার দাস। পরে তাকে রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। দীর্ঘদিন অপেক্ষার পর ৫ ডিসেম্বর এ সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহযোগী হিসেবে ধনঞ্জয় কুমার দাসের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন।