X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ঢাকার পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৪১

ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বিভিন্ন পাবলিক টয়লেটের ২০ জন ইজারাদারদের দক্ষতা উন্নয়ন এবং তার টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য পাবলিক টয়লেট ইজারাদারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) ও রবিবার (৮ ডিসেম্বর) পাবলিক টয়লেট ইজারাদারদের দক্ষতা উন্নয়নে দুই দিনের কর্মশালার আয়োজন করা হয়। পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে ওয়াটারএইড বাংলাদেশ এই উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় ইজারাদারদের পাবলিক টয়লেট পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া, পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় কার্যকর পরিচালনা, স্বাস্থ্যসম্মত রক্ষণাবেক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, যা ব্যবহারকারীদের জন্য পাবলিক টয়লেট অভিজ্ঞতাকে উন্নত করবে। পাবলিক টয়লেটের ব্যবহারযোগ্য পরিবেশ তৈরি করতে কী কী উপকরণ ও সুবিধা প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এতে নারীবান্ধব ও সার্বজনীন ব্যবহারোপযোগী টয়লেট ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হবে।

ঢাকা শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ বিভিন্ন কাজে ছুটে বেড়ান—চাকরি, কেনাকাটা বা অন্যান্য প্রয়োজন মেটাতে। এছাড়া বিদ্যমান পাবলিক টয়লেটগুলোর মধ্যে বেশিরভাগই ব্যবহারযোগ্য বা স্বাস্থ্যসম্মত নয়। নারী, বয়স্ক ব্যক্তি এবং শারীরিক প্রতিবন্ধীরা পাবলিক টয়লেটের অভাবে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হন।

গবেষণায় দেখা যায়, অনেক নারী বাইরে যাতায়াতের সময় পানি পান কমিয়ে দেন শুধুমাত্র অনিরাপদ টয়লেট ব্যবহারের ঝুঁকি এড়াতে, যা নানাবিধ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

ওয়াটারএইডের এডভোকেসি এক্সপার্ট নুরুন নাহার বলেন, উদ্যোগটি স্বাস্থ্য, মর্যাদা এবং স্বস্তির একটি স্বাগতপূর্ণ স্থান তৈরিতে ইজারাদারদের উৎসাহিত করবে এবং দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী হবে।

ওয়াটারএইডের কে এ আমিন জানান, ইজারাদারদের এই প্রশিক্ষণ শুধু কর্মপ্রক্রিয়া উন্নত করতেই নয়, বরং তাদের সহকর্মী ও টয়লেটের তত্ত্বাবধায়কদের মধ্যেও জ্ঞান ছড়িয়ে দিতে সহায়তা করবে।

ওয়াটারএইডের প্রোগ্রাম লিড বাবুল বালা বলেন, এই ধারাবাহিক কার্যক্রম বাংলাদেশের জনস্বাস্থ্যের মানোন্নয়ন ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ