X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা: দুদক সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৯:২১

তারুণ্যের দায়িত্ব হলো দুর্নীতিকে চ্যালেঞ্জ করা। তারুণ্যের উদ্দীপনাকে প্রজ্বলিত করতে পারলেই কেবল দুর্নীতি দমন সহজ হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় এ কথা বলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুদক সচিব বক্তব্যের শুরুতে দুর্নীতি দমন কমিশন গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।

দুদক সচিব বলেন, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এ দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধ এ দু’টি  কাজ যুগপৎভাবে পরিচালনার বিধান রাখা হয়েছে। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত বা সহনীয় পর্যায়ে আনা সম্ভব নয়। দুর্নীতি দমনের পাশাপাশি জনসচেতনতা তৈরির মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্নীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ‘তারুণ্যের একতায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

অনুষ্ঠানে লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশনের মহাপরিচালক মীর রুহুল আমীন বলেন, কোনও অভিযোগের অনুসন্ধান ও তদন্ত পর্যায়ে কোন নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন। যা দুর্নীতি প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। 

বিদ্যমান তথ্যপ্রযুক্তির সমান্তরালে দুর্নীতি মোকাবেলায় দুদকের প্রস্তুতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি মহাপরিচালক শিরীন পারভীন, অর্থ পাচার রোধে দুদকের করণীয় বিষয়ে মানিলন্ডারিংয়ের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অনুসন্ধান ও তদন্ত কার্য পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব-কর্তব্য ও প্রস্তুতি বিষয়ে বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এবং দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক দুদকের বিভিন্ন কার্যক্রম বিষয়ে সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বক্তৃতা করেন। আলোচনা সভায় সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয় জুম লিংকে সংযুক্ত থেকে অংশ নেন।

দিবসটি উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়সহ সকল বিভাগীয় কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা কার্যালয়ে ড্রপ-ডাউন ব্যানার স্থাপন করা করা হয়। এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভার আয়োজন করা হয়।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
বাগেরহাট বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ
দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক
সাবেক উপমন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু