ঢাকা, খুলনা ও রাজশাহী মহানগরে গত এক সপ্তাহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব অভিযানে ২১০টি মামলার করা হয়েছে। এতে ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছড়া ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে ঢাকা, খুলনা ও রাজশাহী মহানগরে ৪৬টি স্পটে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রুটভায়োলেশন, হাইড্রোলিক হর্ন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি চালানো এবং অন্যান্য অপরাধের দায়ে ২১০টি মামলায় ৪ লাখ ২৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে দালালবিরোধী অভিযানে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।