X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

মাজারে হামলা: দুই জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৯আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৫৯

সাভারের বনগ্রামের চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিনের মাজারে হামলা ও হত্যাচেষ্টা মামলায় দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলো, হাসিবুর হক সাইদ ও এমদাদুল হক।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে সাভার মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক আরফান খান এসব তথ্য জানান।

গত ২৯ সেপ্টেম্বর সাভারে চাকুলিয়ায় শাহ্ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর মাজার ও তার ছেলে সুফি সাধক কাজী জাবের আহমেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ অক্টোবর কাজী জাবেরের ভাই কাজী গোলাম রসুল সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে তৌহিদী জনতার নামে প্রায় ৫০০ জন লাঠিসোঁটা, রাম দা, কুঠার, লোহার পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা করে। তারা বাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বাড়ির আসবাবপত্র, জানালার কাঁচসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এছাড়া ২০ লাখ টাকার মতো মালামাল লুট করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা ওই বাড়িতে থাকা মাওলানা আফসার উদ্দিনের মাজারে ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে রাত ১২টার দিকে সেনাবাহিনী ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলায় ২০ থেকে ২৫ জন আহত হন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
আদালত থেকে হাতকড়াসহ পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদসহ ২ জন রিমান্ডে
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ