X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

কিশোর ভ্যানচালক হত্যা: তিন জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৪

পাবনায় দুর্বৃত্তের হাতে কিশোর ভ্যানচালক রাজু হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা ও পাবনায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি মো. রাজু (১৪) ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে তার লাশ পাবনায় যমুনা নদীর বাকসোহাপাড়া থেকে উদ্ধার করা হয়।

সিআইডির পুলিশ সুপার আজাদ রহমান জানান, কিশোর রাজু হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে ১২ নভেম্বর ঢাকার সাভার থানা এবং পাবনার সাঁথিয়া থানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রধান আসামি মো. সাগর আলী (২৫), মো. তমাল শেখ (৩০) এবং খোকন খাঁ (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকালে কিশোর ভ্যানচালক রাজু (১৪) তার নিজ ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দিনশেষে রাজু বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন তার মা বেড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ওই বছরের ২ মার্চ সকাল সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন কিশোর রাজুর বস্তাবন্দি মৃতদেহ বেড়া থানাধীন বাকসোহাপাড়া গ্রামসংলগ্ন যমুনা নদী ধারে দেখতে পায়। এই ঘটনায় রাজুর মা বাদী হয়ে বেড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলাটির দায়িত্ব গ্রহণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, আসামিরা নগরবাড়ী ঘাটে বিকাল বেলায় রাজুকে হত্যা করে তার ভ্যান ছিনতাই করে এবং ছিনতাই করা ভ্যান ১৭ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু 
হবিগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল