জল-জ্যোৎস্নায় মোহনীয় সৌন্দর্য উপভোগের জন্য ‘টাঙ্গুয়ার হাওর লোকজ ও পূর্ণিমা উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর প্রথমবারের মতো জেলা প্রশাসন ও স্থানীয় লোকজ জনগোষ্ঠীর সহযোগিতায় এই আয়োজন করতে যাচ্ছে সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে, টাঙ্গুয়ার হাওর লোকজ পূর্ণিমা উৎসব সুনামগঞ্জের সমৃদ্ধ সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্ব দরবারে তুলে ধরবে।
উৎসবের প্রথম ধাপ শুরু হবে ১৫ নভেম্বর দুপুর থেকে, চলবে মধ্যরাত পর্যন্ত। সেখানে লোকজ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা প্রদর্শনী থাকবে। রাতের বিশেষ আকর্ষণ হবে সুনামগঞ্জের সাহিত্যিক ও মরমি কবিদের স্মৃতিচারণে বাউল গানের আসর, যেখানে হাসন রাজা, শাহ আব্দুল করিম, দুরবিন শাহ, সৈয়দ শাহ নূরের গান পরিবেশিত হবে।
এই উৎসবটি সুনামগঞ্জ হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশনে নিবন্ধিত সব হাউজবোটের পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।