জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থান ফুটিয়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘জুলাই জাগরণী’ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করেছে ‘জাতীয় নাগরিক কমিটি’।
শনিবার (৯ নভেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই উন্মুক্ত অনুষ্ঠান দেখতে আসেন।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের অভ্যুত্থানকে কেন্দ্র করে গান, আবৃত্তি, কবিতা ও নাটক প্রদর্শন করা হয়। এসবের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা বিষয় ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠান দেখতে আসা মানুষদের সঙ্গে কথা বললে তারা জানান, জুলাই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের অনুষ্ঠান দেশের সব জায়গায় করা উচিত।
অনুষ্ঠান দেখতে আসা আমিন মাহমুদ বলেন, ‘কালচারাল প্রোগ্রামের মাধ্যমে সত্য ইতিহাস তুলে ধরলে তা মানুষের মনে আঁচড় কাটবে। এই জুলাইয়ের ঘটনা কিন্তু আমাদের জন্য বড় ব্যাপার। এই ঘটনা আগামীতে কেউ ফ্যাসিস্ট রূপ ধারণ করলে, সে তার পরিণতি দেখতে পাবে। আমাদের নতুন প্রজন্মের তরুণরা যেকোনও দরকারে ঐক্যবদ্ধ হতে পারে।
আরেক দর্শক রিম্পা সরকার বলেন, ঘুরতে এসেছিলাম। অনুষ্ঠানটি দেখে ভালো লাগছে। এখানের নাটকটির মাধ্যমে আমরা দেখতে পেলাম কেমনভাবে ছাত্ররা হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। এগুলো আরও জানানো দরকার।