X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শিল্পকলার সাবেক ডিজি’র স্থগিত করা বেতন-ভাতা ফিরে পাচ্ছেন এক কর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৯

২০১৪ সালের এপ্রিলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক এহসানুর রহমানকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একটি প্রকল্পের জন্য ৭০ লাখ টাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। তার সঙ্গে সেই প্রকল্পের কোনও সংশ্লিষ্টতা না থাকায় তিনি তা প্রত্যাখান করেন তৎকালীন মহাপরিচালক লিয়াকত আলী লাকির কাছে। রাজি না হওয়ায় মধ্য রাতে তার বদলির আদেশ জারি করেন লাকি। অবশেষে উচ্চ আদালতে সেই আদেশের বিরুদ্ধে রিট, রিট মামলার পূর্বাপর অবস্থা ও রায়, পরিষদের ১২২তম সভার সিদ্ধান্ত, প্রশাসনিক কার্যক্রম এবং তার আবেদন বিবেচনা করে ২০১৪ সালের মে মাস থেকে তার চাকরি নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি। 

মঙ্গলবার (২৯ অক্টোবর)  একডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাকটর (নাট্যকলা) শেখ মুহাম্মদ এহসানুর রহমানকে  ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমিতে কালচারাল অফিসার হিসেবে বদলির পর তিনি ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বরাবর রিট পিটিশন দাখিল করেন। এপর হাইকোর্ট বদলি আদেশের বিরুদ্ধে স্থিতাবস্থা জারি করে। বিষয়টি ১২২তম পরিষদ সভায় উপস্থাপিত হলে চাকরি সংক্রান্ত মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নাই বলে সিদ্ধান্ত হয়।

আদেশে আরও বলা হয়, এই দীর্ঘ সময় তার বিরুদ্ধে কোনও বিভাগীয় মামলা বা প্রশাসনিক কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু মৌখিক নির্দেশে বেতনভাতা বন্ধ রাখা হয়। পরবর্তীকালে দায়েরকৃত রিট মামলাটি খারিজ হওয়ায় শেখ মুহম্মদ এহসানুর রহমান গত ২৮ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদানপত্র দাখিল করেন। কিন্তু কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ২৯ জুলাই কারণ দর্শানো নোটিশ জারি করে। এর পর তিনি গত ১৪ অক্টোবর ওই নোটিশের জবাব দাখিল করেন। কর্তৃপক্ষ ওই জবাব সন্তোষজনক বিবেচনায় অভিযোগটি নিষ্পত্তি করে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্সট্রাকটর (নাট্যকলা) পদের বিপরীতে তার যোগদানপত্র গৃহীত হয়।

আদেশে আরও বলা হয়, এহসানুর রহমান গত ১৪ অক্টোবর কর্তৃপক্ষের রোষ, বৈষম্য ও একতরফা আচরণের শিকার জানিয়ে কাজ চালিয়ে যাওয়াসহ বকেয়া বেতন ভাতাদিসহ প্রাপ্য সব সুবিধা পাওয়ার আবেদন করেন। ওই আবেদন, রিট মামলার পূর্বাপর অবস্থা ও রায়, পরিষদের ১২২তম সভার সিদ্ধান্ত ও প্রশাসনিক গৃহীত কার্যক্রম বিবেচনায় শেখ মুহাম্মদ এহসানুর রহমানের চাকরিকাল ২০১৪ সালের ১ মে থেকে নিয়মিত করা হয়েছে। তিনি মৌখিক নির্দেশে স্থগিতকৃত বেতন ভাতাসহ প্রাপ্য সব আর্থিক সুবিধা প্রাপ্য হবেন। একাডেমির স্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এসও/এফএস/
সম্পর্কিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ