রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচার দোকান থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, বাড্ডা পূর্বাঞ্চলের ২৬ নম্বর লেনে একটি ফার্নিচারের দোকান থেকে আমেনা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসি টিভির ক্যামেরা পর্যালোচনা করে দেখা গেছে, রবিবার (২৭ অক্টোবর) রাতে দোকান বন্ধ করে অন্যরা চলে যায়। পরে রাত ৮টা ১৩ মিনিটের দিকে একব্যক্তি ওই নারীকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে যিনি ওই নারী এনেছিলেন, তার পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
নিহত আমেনা ভোলা সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মো. আবু কালাম ও মা ইয়ানুর মেয়ে। আমেনা বাড্ডা গুলশান মডেল টাউন এলাকায় থাকতেন।