X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

লালবাগে টিসিবির এক ট্রাক পণ্য জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ০২:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:০৮

রাজধানীর লালবাগে নবাবগঞ্জ বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক ট্রাক পণ্য জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য অবৈধভাবে মজুত রেখে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে নবাবগঞ্জ বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহ আলম (৪৪) ও আরিফ হোসাইন (২২)। পরে তাদের লালবাগ থানার সোপর্দ করা হয়েছে।

এসময় দুই লিটারের মোট ৬৫০ বোতল সয়াবিন তেল এবং ১ হাজার ৩৪০ কেজি ডাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া জানান, টিসিবির পণ্য মজুদের সংবাদে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে তেল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দ হওয়া টিসিবির পণ্য

তিনি জানান, একটি ডিলারের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি টিসিবির পণ্য বেশি দামে খোলা বাজারে বিক্রি করে আসছিল। চক্রের সঙ্গে আরও যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যেন কোনও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা। 

থানা সূত্রে জানা যায়, টিসিবির লাইসেন্সপাত্র ডিলার রাসেলের নামে আনা এসব পণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে। এ ব্যাপারে ডিলারসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
পুঠিয়া পুরানো পৌরসভা ভবনে আগুন, পুড়েছে টিসিবির পণ্য
ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান
এ অপেক্ষার যেন শেষ নেই
সর্বশেষ খবর
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ