X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযানের বিষয়ে যা বলছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৪, ২৩:৫৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২৩:৫৮

রাজধানীর সিদ্ধেশ্বরীতে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের বাসায় ডিবির অভিযান সম্পর্কিত গণমাধ্যমের একটি খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পরে এ বিষয়ে বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি বলছে, ডিবির অভিযান সম্পর্কিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেটি রবিবার (২৭ অক্টোবর) দৈনিক প্রথম আলোর অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, শনিবার দিবাগত গভীর রাতে গোলাম দস্তগীর গাজীর ওই বাসায় যান একদল ব্যক্তি। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দেন। ফটকের তালা ভেঙে তারা বাসার ভেতরে ঢুকে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেন। পরে বাসার চারটি কক্ষের আসবাব ভাঙচুর ও তছনছ করা হয়। প্রায় আড়াই ঘণ্টা পর বাসা থেকে বেরিয়ে যান ওই ব্যক্তিরা। এ সময় তারা একটি কার্টন ও দুটি বাজারের ব্যাগে ভরে বেশ কিছু জিনিসপত্র নিয়ে যান বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

এ বিষয়ে রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণ করে গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার দারোয়ান পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় থানা পুলিশের সহায়তায় ওই বাসা তল্লাশি অভিযান সমাপ্ত করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে। 

সেখানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে উক্ত তল্লাশি অভিযান পরিচালনা করা হয় বলেও জানায় ডিএমপি।

ডিবির ওই তল্লাশি অভিযান সম্পর্কে কোনোরকম বিভ্রান্তির অবকাশ নেই উল্লেখ করে ডিএমপি আরও বলছে, ভবিষ্যতে ডিবির যেকোনও অভিযান এর সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ৬ মাসে ১০ কোটি টাকার দেশি-বিদেশি মুদ্রা জব্দ
বদলির পর ফেসবুকে ওসি লিখলেন,‌ ‘বুজলে বুজ, না বুজলে খেয়ে নে তরমুজ’
রাজধানীতে ঝটিকা মিছিলনিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তারঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
কোলের শিশুকে বিক্রি, অভিযুক্ত মা বললেন ‘সুন্দর ভবিষ্যতের জন্য’
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ
রাজের ‘ইনসাফ’, নায়িকা ফারিণ